Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেবার ধাপ সমুহ
বিস্তারিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সেবা সমুহ

সেবার তালিকা

১।ক্রীড়াপঞ্জী অনুযায়ী বার্ষিক ক্রীড়া কর্মসূচী বাস্তবায়ন।

২। জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য সুপারিশ।

৩।আর্থিকভাবে অস্বচ্ছল ক্রীড়াবিদদের অবসর ভাতা প্রদানের জন্যসুপারিশ।

৪।ক্রীড়া প্রতিষ্ঠান/শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী ওআর্থিক অনুদান প্রদানের জন্য সুপারিশ।

৫।জাতীয় দিবস সমূহ উদযাপনে প্রশাসনকে সহায়তা প্রদান।

৬।জেলা উন্নয়ন ওসমন্বয়সভায় গৃহীত জেলা প্রশাসনের ক্রীড়া সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সহযোগিতা প্রদান।

৭। ক্রীড়া পরিদপ্তর ওযুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সকল কার্যক্রম সম্পাদন।

৮। অটিজম ওবুদ্ধিপ্রতিবন্ধকতা বিষয় সচেতনতা সৃষ্টির মাধ্যমে বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসবের আয়োজন করা।

 

সিটিজেন চার্টার

Citizens Charter

 

তথ্য কর্মকর্তার নাম ও পদবী                : আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া অফিসার, নেত্রকোণা।

বিকল্প তথ্য প্রদানকারীর নাম ও পদবী       : মোঃ মাকামে মাহমুদ , অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জেলা ক্রীড়া অফিস, নেত্রকোণা।

 

 

 

 

 

 

 

 

কী সেবা কীভাবে পাবেন

সেবা গ্রহণকারী

প্রার্থীত সেবা পাওয়ার সবোর্চ্চ সময়কাল

আগ্রহী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান/ ক্রীড়া ক্লাব

০১(এক) মাস

আগ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ / ক্রীড়া সংস্থা

১৫ (পনের) দিন

আগ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ / ক্রীড়া সংগঠক

১৫ (পনের) দিন

 সংশ্লিষ্ট প্রশাসন

১৫ (পনের) দিন

জেলা প্রশাসন

১৫ (পনের) দিন

ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

১৫ (পনের) দিন

 

 

 

 

 

 

      প্রশিক্ষণ ও পরামর্শ

 

 

প্রশিক্ষণণের তালিকা

 

 

 

 

ফুটবল

০১(এক)মাসব্যাপী

কেন্দুয়া উপজেলা

ক্রিকেট

আটপাড়া উপজেলা

ভলিবল

মোহনগঞ্জ উপজেলা

সাঁতার

সদর উপজেলা

 

 

 

   প্রশিক্ষণের বিস্তারিত

 

তৃণমূল পর্যায়ে খেলাধুলা সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচী অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস, নেত্রকোণা এর ব্যবস্থাপনায় বিভিন্ন উপজেলায় মাসব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়া ক্রীড়া অফিস,সারা বছর  ব্যাপী ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী বাস্তবায়ন করে থাকে

 

 

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

 

 

 

জেলা ক্রীড়া অফিসার ও জেলার সংশ্লিষ্ট কোচদের সমন্বয়ে পরিচালিত হয়।

 

 

 

 

 

যোগাযোগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়

“মীর টাওয়ার”-2য় তলা গ্যাস অফিস সংলগ্ন

কুরপাড়, নেত্রকোণা।

www.ds.gov.bd

ফোন : ০৯৫১-৬১৮২৯

মোবাইল: ০১৭৩৭০৯৭১৯০

 

 

প্রকল্প/ কর্মসূচী/প্রতিবেদন (যদি থাকে)

চলমান প্রকল্প/কর্মসূচী

 প্রযোজ্য নয়।

সমাপ্ত প্রকল্প/কর্মসূচী

প্রযোজ্য নয়।

 

 

 

 

   অফিসের যোগাযোগ /ঠিকানা

ডাক যোগাযোগ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়

“মীর টাওয়ার”-2য় তলা গ্যাস অফিস সংলগ্ন

কুরপাড়, নেত্রকোণা।

www.ds.gov.bd

 

অনলাইন যোগাযোগ

ফোন : ০৯৫১-৬১৮২৯

মোবাইল: ০১৭৩৭০৯৭১৯০

যোগাযোগ ম্যাপ

প্রযোজ্য নয়।

কীভাবে যাবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়

“মীর টাওয়ার”-2য় তলা গ্যাস অফিস সংলগ্ন

কুরপাড়, নেত্রকোণা।

www.ds.gov.bd