Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার


 জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়নেত্রকোণা

 

ক্রীড়া পরিদপ্তর

  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

  


  

নাগরিক সনদ (Citizen’s Charter)

   

তথ্য কর্মকর্তার নাম ও পদবী

   

জনাব সেতু আক্তার

   

জেলা ক্রীড়া অফিসার, নেত্রকোণা

   


   

বিকল্প কর্মকর্তার নাম ও পদবী

   

জনাব সেতু আক্তার

   

জেলা ক্রীড়া অফিসার, নেত্রকোণা

   


   

যোগাযোগের ঠিকানাটেলিফোন নম্বরই-মেইল

   

জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়নেত্রকোণা

   

ফোনঃ ০২৯৯-৮৮২৭২৭৫

   

মোবাইল নম্বরঃ ০১৭৬৮২৮৬৮৩৭, ০১৯২৬-৫৬৬৪৩৩

   

ই-মেইলঃ dso.netrokona@gmail.com

   


   

সেবা গ্রহীতা

   

নেত্রকোণা জেলার নাগরিক।

   

নেত্রকোণা জেলায় অবস্থিত সকল ক্রীড়া ক্লাব ।

   

নেত্রকোণা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান।

   





রূপকল্প (Vision)

জেলার সকল শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ক্রীড়ায় উদ্বুদ্ধকরণ, নিয়মিত ক্রীড়া চর্চা ও যুগোপযোগী ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়ার উৎকর্ষ সাধন।

অভিলক্ষ্য (Mission)

জেলার সকল শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুনীদের  ক্রীড়ায় উদ্বুদ্ধ করণ, ব্যাপক ভাবে ক্রীড়া চর্চা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া প্রতিভা অন্বেষন এবং উন্নত ও যুগোপযোগী ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে ক্রীড়ার উতকর্ষ সাধন।

প্রাপ্ত সেবা সমুহ

  

 

  

ক্রমিক নং

সেবা সমূহের বিবরণ

সেবা গ্রহণকারী

সেবা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা

০১

ক্রীড়াপঞ্জী অনুযায়ী বার্ষিক ক্রীড়া কর্মসূচি বাস্তবায়ন।

আগ্রহী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান/ ক্রীড়া ক্লাব।

 ০১ (এক) মাস।

০২

জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য সুপারিশ।

আগ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ/ ক্রীড়া সংগঠক।

১৫ (পঁনের) দিন।

০৩

আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াবিদদের অবসর ভাতা প্রদানের জন্য সুপারিশ।

আগ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ/ ক্রীড়া সংগঠক।

১৫ (পঁনের) দিন।

০৪

ক্রীড়া প্রতিষ্ঠান/শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদানের সুপারিশ।

আগ্রহী সংশ্লিষ্ট ক্রীড়াবিদ/ ক্রীড়া সংগঠক।

১৫ (পঁনের) দিন।

০৫

জাতীয় দিবস সমূহ উদযাপনে প্রশাসনকে সহায়তা। 

সংশ্লিষ্ট প্রশাসন

-----

০৬

জেলা উন্নয়ন ও সমন্বয় সভার গৃহীত জেলা প্রশাসকের ক্রীড়া সংশ্লিষ্ট সকল কার্যক্রমে সহযোগিতা প্রদান।

 জেলা প্রশাসন

-----

০৭

ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সকল কার্যক্রম সম্পাদন।

ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় -

-----

০৮

বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানে সহযোগিতা প্রদান।

প্রতিভাবান খেলোয়াড়

০১ (এক) মাস।